Trans

Friday, July 7, 2017

চুলকানি হইয়েছে কি...........................?


নানান কারণে আমাদের শরীরে চুলকানি বা বডি ইচিংয়ের সমস্যার সৃষ্ট হতে পারে । দিনের পর দিন এ সমস্যা সমাধান না করলে রোগ জটিল আকার নিতে পারে । সমস্য জটিল হবার আগেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিন ।রোগকে বাড়তে না দিয়ে এ সময় আপনার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে।কিভাবে বুঝবেন আপনার চুলকানি হয়েছে আসুন জেনে নিই আর ধরণ গুলি। চুলকানি সারাতে প্রাণায়াম মেডিটেশনের কোন জুরি নেই। উনুলম-বিলম প্রাণায়াম আপনাকে চুলকানি থেকেও মুক্তি দিবে। তাই রোজ সকালে অনুলোম –বিলম আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে।